Skip to main content

Posts

Showing posts from March, 2014

ভোট-ভাটিং পর্ব ১

প্রশ্নটা একরকম ঘেঁটেই গ্যাছে । কে –কি- কেন ইত্যাদি নানা আরো অনুসারী প্রশ্নে । পাব্লিক রেডি আরও পাঁচবছরের জন্য জুতোপেটা মাথায় নিতে । সে নতুন জুতোও হতে পারে –এই আশায় । দিকে দিকে রই রই কান্ড। দেহজীবিদের মতো প্রসাধনে উগ্রতার তার বেঁধে ভোটজীবি প্রানীকূল নড়াচড়া শুরু করেছে । চিরকালীন ভোটজীবিদের বাজারে এবার ভাগ মেরেছে লেখাজীবি,গানজীবি,অভিনয়জীবি...সমাজকর্মজীবি – সমষ্টিগতভাবে এদের ‘সুশীল’’ ‘বুদ্ধিজীবি’ ইত্যাদি নামেও পরচিতি আছে । এদিকে কাছাখোলা ফেসবুক-আনন্দবাজার ভোগী মধ্যবিত্ত ও মধ্যচিত্ত শ্রেনীর আবার সে কি গর্জন ! যেন এখুনি ঘুসি মেরে নাক ভেঙে দেবে ! “কেন এরা ? বেশ ছিলো তাঁত বুনছিলো ! ব্যাটা রাজনীতির কি বোঝে ? সুযোগ বুঝে সেয়ানা খেলছে ।” যেন নিজেরা বিরাট রাজনীতি বোঝে ! সুযোগ পেলে তুমুল পালটে দেবে দেশের হাল-হকিকৎ ! দল বদলুদের নিয়ে আবার একচোট ছিনালপনা দেখে সেকি ব্যাঙ্গ-বিদ্রুপ ! যেন বাপ –ঠাকুরদার কাউকে কোনওদিন দ্যাখেনি দল বদলাতে ! আরে বাবা এ তো যুগে যুগে দেশে দেশে  হয়েই এসেছে । একি শালা সলমনের ডায়ালগ “ একবার যো কমিটমেন্ট করাদিয়া...” বালাইষাট ! পলিটিক্যাল কমিটমেন্ট কি একতরফা থাকবে নাকি চিরকাল ! ত

আস্বামী

সকাল সকাল টি ভি দ্যাখাটা বদ অভ্যাস কিনা ঠিক জানা নেই , কিন্তু এ নিয়ে যে একটা ক্ষোভ আছে তা নানা ভাবে বুঝিয়ে দ্যান তিনি । কখনো সোচ্চারে , কখনোবা শব্দের ব্যাবহারের বিভিন্ন মাত্রায় । যেমন ' দড়াম ' করে দরজা বন্ধ হলো , চায়ের কাপটা ' ঠকাস ' করে নামিয়ে দিয়ে যাওয়া হোলো , ইত্যেদি । এছাড়াও আছে নির্দিষ্ট কিছু অভিযোগ , যা কিছু সংলাপের মাধ্যমে পাঠক জানতে পারবেন   যেমন - " উফ , আবার ভিজে তোয়ালেটা সোফার ওপর!!! ...যাচ্ছেতাই " " কতবার বলবো ? ছাড়া জামা-কাপড় ওয়াশিংমেসিনের মাথায় নয় , লন্ড্রী ব্যাগে রাখবে" " আমার পাঁচটা হাত নেই , তাই ব্রেকফাস্ট দিতে দেরী হতেই পারে , তাছাড়া এইতো চা খেলে বিস্কুট দিয়ে!!!" ...... ইত্যেদি । অভিযুক্ত এনিয়ে সাধারনত কোনো প্রতিবাদের পথে হাঁটেন না , কারন কিছু অপদস্থতার বিনিময় তার প্রাপ্তিও কম নয় , চারবেলা খাওয়া ও চা জুটে যায় দিব্যি । তাছাড়া এ সব অভিযোগের যৌক্তিক দিকটিও অস্বীকার করার উপায় নেই । পাঠক ভাববেন না অভিযোগ ও অপদস্থতার তালিকা এখানেই শেষ । এরপরও আছে সকাল ৯ টায় কাপড়কাচার পাউডারের হুকুম বিকেল ৫ টায় তামিল করার অপরাধ

ব্রান্ডেমাতরম

আপনার টুথপেস্টে কি নুন আছে ?   চমকেগেলে হবে না যদি নাথাকে তবে আপনার দাঁত কম সুরক্ষিত । এহেন বহু উপদেশ ,   আদেশ , সন্দেশ প্রতিদিন আমাদের ড্রয়িং রুমে আছড়ে পরছে । যেন আশীর্বাদের মতোই আমাদের জীবনযাপনকে সহজতর করে তোলার কত অভিনব উদ্যোগ ! একটু সজাগ থাকুন ও ব্র্যান্ডপ্রেমে নিজেকে সমর্পন করুন   কারন আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না । মেনকা বা উর্বশীর মতোই নানা বিভঙ্গে এরা ভেঙ্গে ফেলবে আপনার যাবতীয় সংযম প্রাচীর । কিছু আশীর্বাদের নমুনা এখানে আলোচনা করা যাক ধরুন কারও অতিরিক্ত বক বক করে মাথা ধরেছে , কোনো চিন্তা নেই আছে অমৃতাঞ্জন   বাম , লাগিয়ে ফেলুন মাথা ধরা হাপিস!! অফিসে স্কুলে রোজ নতুন জামা পরে যেতে চান , কিন্ত সম্ভব নয় ?... রিন ডিটারজেন্ট ব্যাবহার করে দেখতে পারেন। মহিলাদের যাচ্ছেতাইভাবে ইম্প্রেস করতে উদ্যোগী ?- এক্স ডিও-র একটা স্প্রেই কাফি । তবে সাবধান এই এফেক্ট   যে কোনো বয়সী মহিলার ওপরেই হতে পারে , সুতরাং...... চাইছেন ছেলে বা মেয়ে যথাক্রমে ঋত্বিক বা ক্যাট্রিনার মতো লম্বা হয়ে উঠুক ?... দুবেলা দু কাপ কমপ্ল্যান   দিয়ে যান , আর যদি চান ছেলেমেয়ে একই সঙ্গে টলার   স্ট্রংগার   আর শার্পার   হয়ে উঠ

জন্মদিন ৪০

... ... বেশ আবার একটা জম্মদিন চলে এলো । যতই কেতা করিনা কেন এই দিনটা এলে বেশ একটা ইয়ে ইয়ে লাগে । মনে হয় কি অদ্ভুত ! একটা গোটা দিনে আজ আমিই গুরুত্বপূর্ন একটা ব্যাপার ! ছোটবেলার কথা বাদ দিন , তখন মুখিয়ে থাকতাম কবে আবার জন্মদিন আসবে , এলেই ফুর্তি , মূল ব্যাপার নানা উপহার পাওয়ার একটা চান্স তৈরী হবে - বইটা (তখন বই দেওয়ার রেওয়াজ ছিলো ভাগ্যিস !) , পেনটা , এটা সেটা । বাবা -মা একটা নতুন জামা দিতেন ।পয়লা বৈশাখ আর পুজো ছাড়া এটা ছিলো বছরের তৃতীয় প্রাপ্তি   তা আনন্দ হবে না ! তার ওপর ছিলো পাড়ার কোয়ার্টারের আরো সম-অসম বয়সিদের সঙ্গ ে বেশ একটা খাওয়া দাওয়া । নাঃ খুব একটা বাহুল্য থাকতোনা সেসব জন্মদিনে যা করার মা-ই করতেন । বেশ উত্তেজনা হতো আরও একবছর বড় হয়ে গেলাম বলে , তখনতো আর জানতাম না ' বড় ' হওয়ার ঝকমারি কি কি এবং কোন কোন দিক থেকে কাহিল করে তুলতে পারে ! এখন জন্মদিন   এলে    উত্তেজনা হয়না , একটু কনফিউস হয়ে যাই আহ্লাদিত হবো  ! ভেবেনাকি হবোনা এই ভেবে! কারন এখনতো আর বড় হচ্ছিনা - বুড়োহচ্ছি ! কিন্তু সকালে ফেসবুক খুলে মনটা বেশ ভালো হয়ে গেলো -এই    কত্ত লোকে শুভেচ্ছা জানিয়েছে দেখে ! কত লোকে ...তারা কেউ