Skip to main content

Posts

Showing posts from February, 2014

বইমেলা সাফারি ১লা ফেব্রু ২০১৪

লাফিয়ে উঠতে গিয়ে ফটাস করে ব্যাগের স্ট্রাপ ছিঁড়ে ধপাস করে ব্যাগ রাস্তায়! অগত্যা আমাকেও হ্যাণ্ডেল্ধারি ঝুলন্তবস্থা থেকে নেমে যেতে হলো চলন্ত বাস থেকে । তারপর গোটা ছয়েক ভিড়ে উপচে বদহজম হয়ে যাওয়া বাস পেরিয়ে গেলো  চূরান্ত অবজ্ঞা করে , এক স্ট্যান্ডতুতো বন্ধু আশ্বাস দিলেন ঠিক নাকি বাস পেয়ে যাবো , এদিকে আমার নাকে ঘাম জমছে বিন বিন করে ,বাদ বাকি সব ব্যাগে চালান করলেও শোয়েটার গায় , সঙ্গে উদ্বেগ , প্রায় আড়াইটে বাজছে ! সৃষ্টির ৪৬৫ নং স্টলে পাঠের অনুষ্ঠান শুরু হয়ে গেছে বোধহয় এতক্ষনে । যাইহোক শেষ পর্যন্ত বাস পেলাম ,গিয়ে নামলাম বিজ্ঞান শহর পেরিয়ে । সারিবদ্ধভাবে হাঁটতে লাগলাম বাঁশের নির্দিষ্ট ব্যারিকেড দিয়ে ,মনে পড়ে গেল কেন জানি 'সিন্ড্রেলারস লিস্ট' এর কিছু দৃশ্য ! চটকা ভাঙলো ব্যারিকেডের পাশেই বই বিক্রির ১০ টাকা পিস ! ১০ টাকা পিস শুনে ! তাহলে এসে গেলাম পৃথিবীর অদ্ভুততম ,অভিনবতম মেলায় -'কলকাতা বইমেলা'য়ে ! আরো কিছুটা গিয়ে ,সুড়ঙ্গ পেরিয়ে পৌঁছলাম মুল প্রাঙ্গনে ...আঃ ! কিন্তু ভিতর ঢূকেই সেই চিরকালীন বিপত্তি ! ঠিক আমার কেমন সব গুলিয়ে গেলো ! চারিধারে মাইক আর অমাইক লোকজন , মেটাল ডিটেকটারের হার