Skip to main content

Posts

Showing posts from April, 2017

শব্দ-কল্প-দ্রুম

আপনারা মানবেন কিনা জানিনা ,কিন্তু আমার যেন মনে হয় প্রত্যেক পাড়ার , প্রত্যেক মহল্লার , প্রত্যেক শহরের যেন একটা আবহ আছে! যেমন আছে গন্ধ - বর্ণও । আমি তো তাই বুঝি যাকিছু ইন্দ্রিয়গ্রাহ্য তাই দিয়ে । আমাদের রোজকার যাপনের পরিমণ্ডলে কিছু শব্দ ব্রম্ভ দিব্যি জেগে থাকে প্রতিদিনের নিত্যতা বোঝানোর জন্য বোধহয় । আমরাও অভ্যস্ত হয়ে পড়ি , এর কোনো একটা যদি কোনদিন বন্ধ থাকে একটু অন্য রকম লাগে,অবচেতনে প্রশ্ন জাগে , হয়তো আলাদ করে কিছু বুঝলাম না তবু কি একটা যেন নেই !  বেশ জটিল হয়ে যাচ্ছে তাই না ! মোদ্দাকথা কিছু শব্দ বা শব্দব্রম্ভ আমাদের অভ্যাসে থাকে রোজকার জীবন যাপনে , যা দিয়েও আমরা আমাদের পরিচিত নিজস্ব এলাকা, বাড়ি , একান্ত নিজস্ব ঘরটিকে চিহ্নিত করি , শুধু দৃষ্টিগোচর বস্তু দিয়ে নয়, শ্রুতি দিয়েও ।  এর সব শব্দ আমার বা আপনার ভালো লাগতে পারে , নাও লাগতে পারে , কিন্তু অভ্যাসে থাকছে । যেমন রোজ সকালে লক্ষীমাসির কলতলায় চিৎকার করে কথা বলা , মাছ বিক্রেতা ছেলেটির এক অদ্ভুত টানে ‘মাআআআছ চাই মাআআছ...” ডাক , রাস্তা দিয়ে টোটোওয়ালার “টেশন টেশন” আমন্ত্রণ , গাড়ির হর্নের কথা আর কি বলি ! সামনের মন্দিরে পেন ড্রাইভে বেজে চলা একটা

রং কানেকশান !

শীতটা বেশ কড়া পড়েছে তাইনা! তা মকরসংক্রান্তির দিন এরকম শীতের একটু মস্তানী না হলে চলে! তা এই শীতের ব্যাপারে আমি আবার ইন্ডিয়ান রেল কিংবা নিদেনপক্ষে এয়ার ইন্ডিয়ার বেশ একটা যোগ খুঁজে পাই! মানে ওই টাইমিং ফাইমিং সংক্রান্ত আরকিl আজকাল এরকম খুবই হচ্ছে আমার বুজলেন! একটা জিনিসের সঙ্গে অন্য আর একটা জিনিসের সঙ্গে বা ঘটনার সঙ্গে অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি! এদিকে দুটো ব্যাপারের কোনো যোগসুত্র নেই একেবারেই! ...তা এই যেমন মটর শুঁটি ছাড়ানোর সঙ্গে দুর্নীতির একটা সম্পর্ক আবিষ্কার করলাম , না মানে ভেবে দেখুন ব্যাপারটা অনেকটা একই রকম , মটরশুঁটি ছাড়াতে দেওয়া হলো আপনাকে এক কেজি তারমধ্যে কমপক্ষে ১০০ গ্রাম আপনি ছাড়াতে ছাড়াতে সাবড়ে দিলেন - এ কিন্তু অতি সাধারন একটি পারিবারিক নির্মল দূর্নীতি , গিন্নিও জানেন ছাড়াতে দিয়ে তিনি ৯০০ গ্রামই ফেরত পাবেন - এই আর কি l আবার মিউচুয়াল ফান্ডের সঙ্গে পরকীয়ার কেমন যেন একটা যোগ রয়েছে! অভ্যস্ত ঝুঁকিহীন বিনিয়োগে বোর হয়ে বেশী ডিভিডেন্টের লোভে কিংবা নিষিদ্ধ উত্তেজনার সুদের লোভে ফাণ্ডে বিনিয়োগ করলেন , দেখা গেল নির্দিষ্ট সময়ে আপনার বিনিয়োগ হয়তো একই জায়গায় রয়েছে বা নেই! যত