Skip to main content

Posts

Showing posts from January, 2014

ধর্ম ও ষাঁড়

...মুশকিল হচ্ছে  ব্যাজার বকার ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন আছে । নিয়ম বা কানুন ততোটাই, যতটা মানা যায় , এখন  এই ষাঁড়ই বলুন আর ধর্মই বলুন  এরাও ওই নিয়মের মতোই - ঠিক যতটা আপনি মানবেন । কি একটু সন্দেহ হচ্ছে তো! মনে করছেন ব্যাটা নির্ঘাত নেশা করে কি বোর্ড থাবড়াচ্ছে !  না: , বিলকুল হোশ আউর আওয়াজ মে ... হতে পারে এটা একটা আগামী দুর্গাপূজার থিম হতে চলেছে। ষাঁড়ের ব্যাপারটা নিয়ে প্রথমে মাথা ঘামিয়ে দেখলাম , হ্যাঁ ঠিক তাই ! সেই একই রকম আপাত শান্ত  দূর থেকে কিন্তু যেইনা কাছে গেছেন মেজাজ দেখিয়ে বিচ্ছিরি ব্যাবহার করবে । একান্ত শিং এ তুলে থ্রো না করলেও খুব রুঢ় ব্যাবহার করবেই । একমাত্র গাই দেখলে ও মুফতের আনাজপাতি দেখলে এনারা একটু বিগলিত হন । তখন হাঁকপাঁক করে এক খাবল আনাজ তুলে নিয়ে মাথা নেড়ে টেরে দুল্কিচালে চলে যান , গাই দেখলে বেশ স্পোর্টি হয়ে লাফ-ঝাঁপ করতে থাকেন । খবরদার ! এই সময়ে ত্রিসীমানায় থাকবেন না , তাহলে হাওয়া টাইট ।  এদিকে ধর্মেরও আবার দুটো কান, দুটো শিং , এবং  এঁড়ে ! দুকানে যদি তেমন অধর্মের কথা শোনে অনেকটা লাল কাপড় বা ছাতা খোলা দেখে ষাঁড়ের মতোই শিং বাগিয়ে তেড়ে আসবে । দোরে দোরে মুফতের আনাজের মতো

শীতের ভাবসম্প্রসারন (নিজের মতো)

আগে , মানে ছোটোবেলায় ঋতুগুলো বেশ খবর দিয়ে – চিঠিপত্র দিয়ে আসতো । এখন যেন এটা ওটার ঘাড়ে পড়ে কেমন গুলিয়ে যায় । গ্রীষ্মটা কান ধরে বুঝিয়ে ছাড়ে , বাদবাকি মাঝের ঋতুগুলো কেমন উবে গেছে যেন ! টিভিতে ময়শ্চারাইজার , কোল্ড ক্রিম বা এন্টি ড্যানড্রাফ শ্যাম্পুর  বিজ্ঞাপনের ঘন ঘন আসা আর কোল্ড ড্রিংকের বিরল হতে থাকা বিজ্ঞাপন ,কখনও বা বদলে যেতে থাকা ক্যালেন্ডারের পাতা মনে করিয়ে দেয় শীত আসছে । জন্ম – বড় হওয়া সবকিছুই দুর্গাপুরে হওয়ায় ছোটবেলার শীত বেশ জমকালো ছিলো । যেমন ছিলো হাড়ে কাঁপুনি ধরিয়ে দেওয়া হাওয়া, তেমনই ছিলো তাপাঙ্কের নিরন্তর নেমে চলা -৫- ৪.৫ ডিগ্রি ,প্রায় প্রতি শীতকালেই নামতো ! তার সঙ্গে ছিলো হাওয়া , যে হাওয়া গ্রীষ্মে লু-য়ে পরিনত হতো – কারন দুর্গাপুর শিল্প শহর ভৌগলিকভাবে লালমাটির মালভুমি ও অসমান টিলা , পাথুরে লাল মাটি , শাল সহ  আরো বহুগাছের বাহারে অপরূপ। এমন সাজানো ,পরিকল্পিত শহর এ বাংলায় আর দুটি নেই – এ নিয়ে আজও আমার অহংকারের শেষ নেই । এমনিতেই সবারই নিজের ছোটবেলার জায়গা বা জন্মস্থানের প্রতি একটা দুবর্লতা থাকেই , তার ওপর সে শহর যদি দুর্গাপুরের মতো হয় তাহলে তো কথাই নেই ! ঐ শীতের স